প্রকাশিত: Thu, Apr 18, 2024 11:20 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:54 AM

যুদ্ধ এড়াতে চেষ্টা করুন

গোলাম সারোয়ার : রাশিয়ার মতো বড় শক্তি সাতদিনে জয় করবেÑ এমন পিকনিক মোডে ইউক্রেন আক্রমণ করে আজ প্রায় সোয়া দুই বছর আটকে আছে। আমরা শুরুতেই বলেছিলাম, এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। মনে পড়ে, এর আগে রাশিয়া গত শতকে পিকনিক মোডে আফগানিস্তান আক্রমণ করে ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত দশ বছর আটকে ছিলো। পরিণামে রুশ ফেডারেশন ভেঙে পনের টুকরো হয়। এবারও তারা সেদিকেই যাচ্ছে। যুদ্ধে শক্তি ক্ষয় হয়। সবার হয়। শত্রুর হয়, নিজেদের হয়, বিশ্বেরও হয়। ইরান-ইসরায়েল যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে আমাদের পরামর্শ হলো, যুদ্ধ এড়াতে চেষ্টা করুন। সেটা সবার জন্যেই মঙ্গল। 

কিন্তু প্রায় আট বিলিয়ন মানুষের এই বিশ্বের ব্যক্তি মানুষকে কোন পরামর্শ দিলো তা দেখার সুযোগ রাষ্ট্রগুলোর নেই। 

কারণ প্রতিটি রাষ্ট্রের রয়েছে নিজস্ব ডগমা। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হলো যুদ্ধের ব্যবসা। তাই আমাদের মনে হচ্ছে, ইরান কর্তৃক ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণের রিটালিয়েশন ইসরায়েল নেবে। দৃশ্যত তারা ছায়া যুদ্ধ থেকে আনমাস্ক হয়ে প্রকাশ্যে চলে এসেছে। সেটা যদি কৌশলগত হয় তবে পৃথিবী বড় সংঘাত এড়াতে পারবে। তা না হলে পুরো পৃথিবীকে এর ফল ভোগ করতে হতে পারে। এই সময়ে আমাদের কি করতে হবে ? কোনো পক্ষে ঝুঁকে পড়া যাবে না। ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়’। লেখক: কলামিস্ট